অবতক খবর,১০ জুনঃ আজ জেলা জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি আগামী ১৫ই জুন শহীদ মিনারে কংগ্রেসের জনসভা পঞ্চায়েতের নমিনেশন শেষ দিন ১৫ জুন বলে ওই দিন শহীদ মিনারের জনসভা বাতিল করলেন বলে তিনি জানান। তিনি বলেন এমনিতেই হট করে পঞ্চায়েত নির্বাচনের দিন গত আটই জুন ঘোষণা করা হয়েছে আর নয় জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেয়ার দিন।

এই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী 15 ই জুন। অধীর চৌধুরী বলেন এমনিতেই আমাদের সময় কম সময়ের সংকট চলছে। অধীর বলেন এই ১৫ তারিখের শহীদ মিনারের সভাটা বাংলার তৃণমূলের কাছে আতঙ্কের কারণ হয়েছিল সারা বাংলা জুড়ে মানুষের যে উচ্ছ্বাস আবেগ এর সারা পাওয়া গিয়েছিল, তাতে নতুন করে শহীদ মিনারে কংগ্রেসের সভা এই বাংলার সমীকরণ পাল্টে দিতে পারে বলে আশঙ্কা তৃণমূলের তার থেকে তারা পরিকল্পিতভাবে বেছে নিল মনোনয়নপত্রের শেষ দিন। অধীর বলেন তারা খুব ভালোভাবে জানে সংকট তৈরি করে বিরোধীদের বিপদে ফেলো। অধীর চৌধুরী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছেন রাজ্যপালের কাছে এবং কোর্টেও হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে তিনি জানান তিনি বলেন তৃণমূলের হিম্মত যদি থাকে তাহলে ভোট করাও। তিনি বলেন দিদির যদি দম থাকে তাহলে সুস্থ ভাবে ভোট করান এতে আপনার জনপ্রিয়তা প্রমাণ দিন। অধীর বলেন আপনি জনপ্রিয় না সন্ত্রাসপ্রিয় সেটা ভোট সুস্থভাবে করিয়ে তার প্রমাণ দিন। তিনি আরো বলেন এই পঞ্চায়েতে আপনি কার ভোটে জিতবেন জনতার ভোটে না সন্ত্রাসীদের এবং পুলিশের যৌথ ভোটে তা স্পষ্ট করে দিন বাংলার মানুষকে । অধীর বলেন আপনি নৈতিকতায় হেরেছেন তাই বারবার সন্ত্রাস করছেন। তিনি আজকের এই সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের উদ্দেশ্যে দিদিকে বলেন আপনি বারবার সন্ত্রাস করার সুযোগ পাবেন না আগামী লোকসভা আছে বিধানসভা আছে উৎখাত হয়ে যাবেন এই বাংলা থেকে বললেন সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী।