অবতক খবর,২০ ফেব্রুয়ারি : জেলার পাশাপাশি আজ ফরাক্কা ব্লকে বিডিও অফিসের সামনে ২০ ও ২১ এই দুই দিন কর্ম বিরতির ডাক দিলেন ব্লকের একাধিক দপ্তরের কর্মীরা। তাদের দাবি, ৩৯% ডিএ বাকি রয়েছে ও মাত্র ৩% ডিএ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিয়ে না পাওয়ায় এই কর্ম বিরতির ডাক দিয়েছেন তারা। আর তাই সপ্তাহের প্রথম দিন, সোমবার সকাল থেকেই বিডিও অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি জানাতে থাকেন।

মূলত তাদের দাবি কেন্দ্র সরকারের হারে ডিএ দিতে হবে, স্বচ্ছভাবে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এক আধিকারিক সুজয় সাহা জানান, সরকার যে ৩% ডিএ দিয়েছে তা ভিক্কার দান ছাড়া কিছু নয়,আমাদের যে ডিএ বাকি রয়েছে তা আমাদের দিতে হবে, আজ যেভাবে আমাদের সংগঠন কর্ম বিরতির ডাক দিয়েছে জনসাধারণের সেবা বন্ধ রেখে, আগামী দিনে আমাদের দাবি পূরণ না হলে সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে অফিস বন্ধের রাস্তায় যাওয়া হবে বলেও জানান তিনি।