অবতক খবর,২৯ অক্টোবর: নৈহাটি জেঠিয়ার পাটডোবা অঞ্চলে একটি বড় পুকুর ভরাট চলছিল। মাস ছয়েক আগে মিন্টু কুশারি নামে এক স্থানীয় ব্যক্তি এই পুকুরটি ভরাট করছিল। অবশেষে অবতক-এর খবরের জেরে এবং বিধায়ক পার্থ ভৌমিক ও পঞ্চায়েত প্রধান শিয়াঙ্কা ঘোষের তৎপরতায় এই পুকুর ভরাট বন্ধ করেন হয়ে যায়। এরপর সেই পুকুরটি পুনুরুদ্ধার করেন তারা। কিন্তু আজ দেখা গেল ওই পুকুর পুনরায় ভরাটের কাজ শুরু হয়েছে। আর এইবারও সেই মিন্টু কুশারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আর এই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। তারা বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে ওই পুকুর থেকেই মূলত জল সরবরাহ করা হয়। কিন্তু এখন যদি ওই পুকুর ভরাট হয়ে যায় আর তারপরে এলাকা যদি দুর্ঘটনার সম্মুখীন হয় তবে তার দায় কে নেবে?