ভোট চলে গেছে, জয় হয়ে গেছে। পেছন ফিরে দেখি দেদার জুট মিল বন্ধ হচ্ছে। এই মুহূর্তে ১৬ টি মিল বন্ধ। মজুরের কাম খতম ৭৫ হাজার।!
এ এক নয়া আনন্দবাজার!!

জুট মিলের কান্না
তমাল সাহা

গাঙ্গেয় উপত্যকায়
বাংলা জয় করে ফিরলে তোমরা—
সামনে এগোয় মিছিল।
পোশাক আশাক ঠিকই আছে
স্বচ্ছ সাদা নীল।
পেছন ফিরে তাকিয়ে দেখি
বন্ধ হচ্ছে দেদার জুটমিল।

নবান্ন-এর খোঁজ করেছিল বিজন ভট্টাচার্য,শম্ভু মিত্র,সুধী প্রধান, তৃপ্তি মিত্র
তারাও যোগান দিতে পারেনি অন্ন!
তুচ্ছ করে তাদের শৈল্পিক কারুকাজ।
একটা প্রশাসনিক ভবনের লোকদেখানো নাম রাখলে নবান্ন–
দেখালে বামপন্থী আওয়াজ!
বাড়িটাই এখন বিলাপ করে—
হা অন্ন! হা অন্ন!

গাঙ্গেয় পারে ঘাড় উঁচু করে বিল্ডিং দেখি
পাশে দেখি মহাদেব হনুমান হাওড়া ভারত ওয়েভারলি প্রবর্তক জুটমিল বন্ধ।
ভাগওয়ালা বদলিদের জিজ্ঞেস করি,
ভোট দিয়েছিলি তো,
সেটা কি সঠিক জায়গা ছিল
নাকি তোরা ছিলি অন্ধ?

মিছিল করে যা এখন নবান্ন
গা সেই পুরাতনী গান—
অন্ন দে গো মা, অন্ন!