হুগলির রিষড়ার ওয়েলিংটন জুট মিল বন্ধ হয়ে গেল ২৭ ফেব্রুয়ারি, শনিবার রাতে আসন্ন নির্বাচনের মুখে। ভোটের প্রস্তুতি চলছে, শ্রমিকের কান্না শোনার সময় কোথায়?

জুটমিলের কান্না
তমাল সাহা

তুমি তো ভোটের কথা ভাবছো খুব,
লাল সবুজ গেরুয়া ব্রিগেডে দিয়েছো ডুব।
জুটমিল বন্ধ হয়ে গেল গাঙ্গেয় তীরে,
তালা ঝুলছে, দাঁড়িয়ে বন্ধ গেটের দরজা।
ভাবছো কি তার কিছু?
চলছে আসন ভাগাভাগির তরজা।

বন্ধ হয়ে গেল
দানাপানি জোটানোর জুট মিল।
শ্রমিকের বউ কাঁদছে, ঘরে দিয়েছে খিল।
পাশে বসে দুটি বাচ্চা,
ফ্যালফ্যালে চোখে,তাদেরও জল ঝরে।
পেটে খিদে,
শূন্য থালায় সেই অশ্রু ঝরে পড়ে।

সংবাদটি চলে গেছে ভিতরে নয়ের পাতায়।
তাও গুটিসুটি মেরে পড়ে আছে এক কোণে।
ব্রিগেডে সে কি জোর গলা, চিৎকার–
জেতাও আমায় আসন্ন নির্বাচনে।