অবতক খবর , আলী হোসেন, ডোমকল , ২৮ অগাস্ট :     ডোমকল পুর এলাকাকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে আজ ডোমকল পৌরসভার পক্ষ থেকে , ডোমকল পৌর এলাকায় বেশ কিছু পুকুরে গাপ্পি মাছ ছাড়া হল প্রায় দেড়শ পুকুরের মাছ ছাড়া হল।
ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল কে নিয়ে ডোমকল পৌর এলাকা পুকুরে গাপ্পি মাছ ছাড়া হয়েছে,বলে জানালেন ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান আলম খান। প্রায় ১০০০০ পিস মতন গাপ্পি মাছ এদিন পুকুরে ছাড়া হয়।

ভাইস চেয়ারম্যান আলম খান বলেন, “ডোমকল পুর এলাকাকে জীবাণুমুক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ডোমকল পৌরসভার পক্ষে। গাপ্পি মাছ জীবাণু নাশক হিসাবে কাজ করে। একদিকে করোনা আতঙ্ক তার ওপর ডেঙ্গু বা ম্যালেরিয়ার মত রোগও যাতে না ছড়ায় তার জন্য এই জীবাণুমুক্ত করার প্রয়াস। ”


এ বিষয়ে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল বলেন, “ডোমকল পৌর এলাকার জীবাণুমুক্ত করার জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ডোমকল পৌর এলাকায় কিছু জমা জল থাকাতে মশার উৎপাত বাড়ে। সেজন্য এলাকায় বেশ কিছু পুকুরে গাপ্পি মাছ ছাড়া হয়েছে এতে জীবাণু মুক্ত হবে বলে আশা রাখছি।”