নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::   বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার ময়রা পুকুর গ্রামে মঙ্গলবার বিকালে ময়রাপুকুর এলাকায় একটি ইট ভাটার কাছে আচমকাই চলে আসে একটি পূর্ণ বয়স্ক হরিণ । এই এলাকায় নবাগত প্রানীটিকে দেখে প্রথমে হকচকিয়ে যায় এলাকার কুকুর । তারপর হরিনটিকে তাড়া করতে শুরু করে এক দল কুকুর । প্রাণ বাঁচাতে ছুটে গিয়ে হরিনটি নেমে পড়ে স্থানীয় একটি পুকুরে । বিষয়টি নজর এড়ায়নি স্থানীয়দের । বন্য প্রানীটির প্রাণ বাঁচাতে কোমর বেঁধে নামেন এলাকার মানুষ । তাঁরাই হরিনটিকে পুকুরের জল থেকে উদ্ধার করে বন দফতরে খবর দেন । দ্রুত বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিনটিকে উদ্ধার করে বন দফতরের পাত্রসায়ের রেঞ্জ অফিসে নিয়ে আসে । হরিনটির শরীরে কয়েক জায়গায় ক্ষত থাকায় তার চিকিৎসা শুরু করেছে বন দফতর ।

পাত্রসায়ের রেঞ্জার শিবপ্রসাদ সিংহ জানান প্রাথমিক চিকিৎসার পর রেঞ্জ অফিসে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে | প্রয়োজনে আরো উন্নত চিকিৎসা লাগলে তার ব্যবস্থা করবেন বনদপ্তর | তারপর পুরোপুরি সুস্থ করে হরিণটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেয়া হবে |