নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর ::     জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিলের দাবি জানিয়ে শুক্রবার অবস্থান বিক্ষোভে সরব হলো ডি এস ও।

এদিন ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। তারা জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করার দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করেন। পাশাপাশি কিছুক্ষনের জন্য জাতীয় সড়কও অবরোধ করা হয়। জাতীয় শিক্ষা নীতির প্ল্যাকার্ড বানিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসও এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহাম্মদ হারুন রাশিদ সহ অন্যান্য সদস্যরা।

হারুন রশিদ জানান, ন্যূনতম সরকারি ভাবে গড়ে ওঠা নুন্যতম শিক্ষা ব্যবস্থাকে অস্বীকার করে শিক্ষাকে বেসরকারিকরণ এবং সাম্প্রদায়িক করনের চক্রান্ত করা হচ্ছে। এই শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে সারা দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাবেন। দাবি পূরণ না হলে আন্দোলন জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।