অবতক খবর :: জলপাইগুড়ি ::   জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসতে চলেছে ভার্চুয়াল কোর্ট। আজ একথাই জানানো হয়েছে সার্কিট বেঞ্চের তরফে।এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন, কোভিড-১৯ এর জন্য হাইকোর্ট, প্রিন্সিপাল বেঞ্চ,জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বন্ধ ছিল। গত সপ্তাহে হাইকোর্ট কর্তৃপক্ষ ও জাস্টিসদের সাথে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ক্রিমিনাল কেসের বেল এবং এন্টি বেলের আবেদন করা যাবে।

এই সিদ্ধানের পর আগামী সপ্তাহ থেকে শুরু হবে ভার্চুয়াল কোর্ট। সরকারি পক্ষের আইনজীবীরা কোর্টে আসবেন। কোর্ট খোলা থাকবে তবে সেখানে পাঁচ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। কোর্টে ল্যাপটপ ট্যাবের মাধ্যমের মামলা চলবে। এমনকি অনলাইনের মাধ্যমেও মামলা করা যেতে পারে।