অবতক খবর,৩০ আগস্ট,জলপাইগুড়ি:জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকল টি বোর্ড।

জলপাইগুড়িতে চা নিলামের পরিকাঠামো নেই। গত মে মাসে কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রককে টি বোর্ডের পাঠানো রিপোর্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

যদিও জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের দাবি নিজেদের সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে টি বোর্ড।

জলপাইগুড়িতে যাতে পুনরায় চা নিলাম চালু করা যায় এই নিয়ে তিনি নিজেও নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।রবিবার চা নিলাম কেন্দ্র বাঁচাতে বৈঠক ডাকে রিভাইভাল কমিটি। বৈঠকে জলপাইগুড়ি র সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, ভারতীয় টি বোর্ড এর ফ্যাক্টরি অ্যাডভাইজার অরুণ কুমার, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সি গুপ্ত, নিলাম কেন্দ্রের এক্সিকিউটিভ সদস্য বিপ্লব সাহা, বিজয় গোপাল চক্রবর্তী, ইন্দ্রজিৎ গুহ সহ জলপাইগুড়ি র বিশিষ্ট মানুষ জন উপস্থিত ছিলেন।

বৈঠকে চা নিলাম কেন্দ্রকে পুনরায় সচল করতে কি কি পদক্ষেপ করা যায় এই নিয়ে আলোচনা হয়।জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সি গুপ্ত জানান, সোমবার জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র নিয়ে আলোচনার জন্য টি বোর্ড ভার্চুয়াল বৈঠক ডেকেছে। বৈঠকে চা নিলাম কেন্দ্র খোলার ব্যাপারে সদর্থক আলোচনা হবে বলে আশাবাদী তারা।