নিজস্ব সংবাদদাতা : অবতক খবর :    জলপাইগুড়িতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে বেশ তৎপর জেলা প্রশাসন। বাইরে থেকে কোন‌ও লোক ঢুকেছে কিনা তা খতিয়ে দেখতে শহরের বিভিন্ন হোটেল‌গুলো‌তে রাতভর তল্লাশি অভিযান চালানো হল।

জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসক মৌমিতা গোদারা বসু এবং জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এই অভিযান চালান। রাতে
বিশাল পুলিশ বাহিনী নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন হোটলে অভিযান চালান তাঁরা। বিভিন্ন হোটেলের আবাসিকদের প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয়পত্র খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি রেজিস্টার খাতা খতিয়ে দেখেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। হোটেলে কতজন রয়েছে, তারা কি কারণে এসেছে এই বিষয়গুলো বিশেষ‌ভাবে খতিয়ে দেখা হয়। বিভিন্ন হোটেলের মালিকপক্ষ ও হোটেল আবাসিকদের এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

হোটেল মালিকদের স্পষ্ট‌ভাবে জানিয়ে দেওয়া হয় নির্বাচন প্রকৃয়া চলাকালীন সময়ে বাইরের কোনও লোকদের হোটেলে রাখার প্রতি নিষেধাজ্ঞা‌র কথা।