অবতক খবর :: জলপাইগুড়ি ::    জলপাইগুড়িতে বেড়েই চলেছে করোনার সংক্রমন আতঙ্ক ছড়াচ্ছে গোটা শহর জুড়ে। গোটা জলপাইগুড়ি শহরে করোনায় আক্রান্ত হয়েছেন শুধু একদিনে ৫৭ জন।একদিনে এতজন আক্রান্ত হবার খবরে গোটা জলপাইগুড়ি জুড়ে তৈরী হয়েছে আতঙ্কের।

কেন এত দিনেও লকডাউন হচ্ছে না তা নিয়েও কথা উঠছে মানুষের মধ্যে। গতকাল ৫৭ জন করোনা আক্রান্ত কে ভর্তি করানোর সময় উত্তেজনা দেখা দেয়। কেন এতজনকে একই দিনে ভর্তি করানো হচ্ছে তা নিয়েও কথা তুলছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি শহরের দীনবাজার,পান্ডাপাড়া এবং হাকিমপাড়াতে প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। যদিও জলপাইগুড়ির প্রশাসন এ বিষয়ে কোন মন্তব্য করতে চান নি তবুও প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যদি সাধারন মানুষ সচেতন এবং সতর্ক না হন তবে ভবিষ্যতে আরো বড় সমস্যায় পড়তে হবে সাধারন মানুষকে।

জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে তারাও তাদের জীবন বিপনন করে কাজ করছেন যদি মানুষ সাহায্য না করেন তবে কি করা যাবে?সবমিলিয়ে একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে সাধারন মানুষের অসহযোগীতা ভাবিয়ে তুলছে পুলিশকেও।