অবতক খবর,২৬ আগস্ট: পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ ২৪ পরগণা সফর করছেন।

দলটি আজ সকালে বজবজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন। মথুরাপুর-ফলতা জল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। এই প্রকল্পটি রাজ্যের অন্যতম বৃহৎ জল প্রকল্প। এই প্রকল্প চালু হয়ে গেলে জেলার আর্সেনিক প্রবণ এলাকার কয়েক লক্ষ মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে।

কিন্তু নানান কারণে এই প্রকল্পের কাজ ধীর গতিতে এগোচ্ছে। এরপর দলটি গঙ্গাসাগরে চলে আসে। সাগরতট ঘুরে দেখেন তাঁরা। দলের নেতৃত্ব আছেন কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল।

সঞ্জয় জয়সওয়াল বলেন, কমিটির সদস্যরা এ রাজ্যে জলজীবন মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্প নিয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাও আমরা আলোচনা করব।

বৃহস্পতিবার কলকাতায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কমিটির সদস্যদের বৈঠক হবে।