অবতক খবর,১৫ মার্চঃ এবার উত্তর ২৪ পরগনা জেলার বাসুদেবপুর থানার অন্তর্ভুক্ত জগদ্দল বিধানসভার কাউগাছি- ২ পঞ্চায়েতের বিদ্যাধরপুর মৌজার উচ্ছেগর পূর্ব বিদ্যাধরপুর এলাকায় শাসক দলের মদতপুষ্ট সনু সেখ ও শেখ বাবনের বিরুদ্ধে স্থানীয় ক্লাব থেকে শুরু করে গ্রামবাসীদের পক্ষ থেকে পোস্টারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সূত্র মারফত জানা যায় উক্ত এলাকায় দীর্ঘ ১৯৪০ সাল থেকে ১১৩০ দাগে বসবাসকারী স্বর্গীয় সুদন্য বেড়ার পরিবার মালিকাধীন। উক্ত জমিটি আত্মসাৎ এর অভিযোগ তুলে স্বর্গীয় সূদন্য বেড়ার নাতি বিশ্বজিৎ বেরা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন উক্ত জমিটি বিক্রয় দেখিয়ে শাসকদলের মদতপুষ্ট সনু সেখ ও শেখ বাবনের দলবল জমিটি ভয় দেখিয়ে নিতে চাইছে।

এবিসয়ে বিধায়ক ,সহ সাংসদ কে জানানো হয়েছে। অভিযোগকারীর পক্ষ থেকে এ বিষয়ে জগদ্দল থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান । যদিও অভিযুক্তরা এখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করেন।