অবতক খবর,১৫ মার্চঃ প্রাথমিক বিদ্যালয়ের বিশুদ্ধ পানীয় জলের টিউবয়েল থেকে নোংরা জল বের হওয়ায় বিপাকে পড়েছে খুদে পড়ুয়ারা।এমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত বর্তীগ্রাম রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন মালজুম প্রাথমিক বিদ্যালয়ের। পঞ্চম শ্রেনী পর্যন্ত বিদ্যালয়ে ৯৬ জন পড়ুয়া রয়েছে আর শিক্ষকের সংখ্যা ৪ জন।প্রতিদিনই তাদের জন্য মিড ডে মিল রান্না হয় তথচ দীর্ঘদিন ধরে একটি মাত্র মার্ক টু টিউবয়েল অকেজো হয়ে পড়ে থাকলেও আজও মেরামত হয়নি বলে অভিযোগ। ফলে মিড ডে মিলের রান্নার জম্য প্রয়োজনীয় জল বিদ্যলয়ের পাশের বাড়ি থেকে আনা হয়।তেমনি ছাত্র ছাত্রীদের পানীয় জল নিজ নিজ বাড়ি থেকে আনতে হয়।কেন এমন বেহাল পরিস্থিতি তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছে কল থেকে পড়লেও তা পানের অযোগ্য,জলের মধ্যে নোংরা ও বালি বের হয়।সেই জল খেলে পেটের রোগ হতে পারে।সেই কারণে বাড়ি থেকে জল নিয়ে আসে তারা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোড়া চাঁদ দাস জানান,মি ডে মিলের রান্না জন্য পাশের বাড়ি থেকে জল আনা হয় এবং শিক্ষকরা এবং ছাত্র ছাত্রীরা বাড়ি থেকে জল নিয়ে শে।স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েছে মার্ক টু টিউবল খারাপের ব্যাপারে।কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।