অবতক খবর,২৬ মার্চঃ জমি- জায়গা বিষয় সংক্রান্ত ব্যাপারে চরম বচসা শ্যামনগরের রাহুতা এলাকায়। উত্তেজনা তৈরি হওয়ায় দুপক্ষকেই থানায় ডেকে পাঠায় জগদ্দল থানার পুলিশ। ঘটনার সূত্রপাত বেশ কয়েক কাটা জমিকে নিয়ে। জানা গিয়েছে ভিন জেলার বাসিন্দা প্রফুল্ল বিশ্বাস এর কাছ থেকে শ্যামনগর রাউতার গ্যাস গোডাউনের সন্নিকটে বেশ কয়েক কাঠা জমি কেনেন রঞ্জন চৌধুরী ও সঞ্জিত দেবনাথ। এরপরই ওই জমির বিষয়ে বাধা হয়ে দাঁড়ান প্রতিবেশী সাগর পাত্র, ভিম পাত্র ও তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, আমরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা । আমাদের পূর্বপুরুষের জমি ওনারা বলপূর্বক দখল করার চেষ্টা করছে। এর আগেও স্থানীয় পাড়ার মাতব্বর দিয়ে আমাদের বারবার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ওই জমিটি বিচারাধীন বিষয়। তাও জোর করে উনারা বেআইনিভাবে জমি দখল করতে চাইছেন। বাড়িতে এসে হুমকি দিছে। যদিও অভিযোগের পাল্টা হিসাবে জমির মালিক রঞ্জন ও সঞ্জীত দুজনেই জানান, উনারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমাদের নামে জমি রেজিস্ট্রেশন, মিউটেশন,পর্চা সমস্ত সরকারী নথি রয়েছে। যদি জমি নিয়ে কোন আইনি জটিলতাই থাকে তাহলে সরকারিভাবে এই জমি রেজিস্ট্রেশন হলো কি করে। আমরা সমস্ত বৈধ নথি দেখেই জমি কিনেছি। তবু উনারা আমাদের নিজেদের জমিতেই ঢুকতে দিচ্ছে না। আজ বিষয়টি নিয়ে এলাকায় খানিক উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। অভিযোগ পাল্টা অভিযোগের তথ্য শুনে তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।