আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন

জনৈক বিজ্ঞান তপস্বীকে।।
তমাল সাহা।।

বিজ্ঞান কতদূর গেলে অপবিজ্ঞান হয়,
তা তুমি জানতে।
বিজ্ঞান পরিবর্তিত হতে পারে বাণিজ্যে
তাও তুমি জানতে।
তোমার ঐ এলোমেলো ক্ষয়াটে চেহারা–
তার মধ্যে যা লুকিয়েছিল তার কিছুই
আমরা শনাক্ত করতে পারিনি।
সেভাবে বুঝলে শিল্প বলতে আসলে কি বোঝায় তা আমরা ধরতে পারতাম আর
সেজন্য শিল্পপতি কব্জা করতে এবং
শিল্প সম্মেলনের নামে এতো এতো কাঁড়িকাঁড়ি জনগণের টাকায় ফুর্তির আয়োজন করতে হতো না।

বিপ্লবী তত্ত্ব তোমার না থাকলেও
বাস্তব বোধে কিভাবে মানুষ একাই
কাজে নেমে পড়ে তা আমরা দেখেছি
কিন্তু তোমার কাছ থেকে শিখিনি কিছুই।

বাণিজ্য যে বহুজাতিক হয়ে যাবে
তা তুমি জানতে
তাইতো ‘ব‍্যবসায়ে বাঙালি’ বইখানি লিখেছিলে!

‘ব’ বর্ণটি তুমি খুবই ভালোবাসতে।
বাঙালি বিজ্ঞান বাণিজ্য–এই তিনটি শব্দ নিয়ে কেন তুমি আজীবন মশগুল ছিলে তোমার ঐ পাগলাটে বুড়ো চেহারায়
তা আমরা ধরতে পারিনি।

ক্ষমা! ক্ষমার চেয়ে মহৎ ধর্ম আর
কীইবা আছে?