অবতক খবর,৯ ডিসেম্বরঃ জগাছা থানা এলাকার ধারসা মিলনী পাঠাগার এলাকার একটি পুকুরে অজ্ঞাত পরিচয় এর এক ব্যক্তির।মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

জগাছা থানার অন্তর্গত ধারসা জিয়াইপি কলোনি মিলনী পাঠাগার ক্লাবের পাশের একটি পুকুরে অজ্ঞাত পরিচয় এর এক ব্যক্তির মৃতদেহ ভেসে ওঠে। এভাবে সকালে স্থানীয় পুকুরে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা এই মৃতদেহ পুকুরের জলে ফেলে দিয়ে গেছে। সকালে ওই পুকুর থেকে মাছ ধরতে আসা লোকেরা পুকুরের উপরে প্ল্যাস্টিক মোড়া অবস্থায় ওই মৃতদেহ ভাসতে দেখতে পান। এরপরই তাঁরাই স্থানীয় জগাছা থানাতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মৃতদেহটি স্থানীয় কোনো বাসিন্দার নয়। বাইরে থেকে নিয়ে এসে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সনাক্তকরণ এখনও সম্ভব হয় নি। যদিও মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছরের বলে মনে করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। পাশাপাশি মৃতদেহ থেকে খানিকটা দুর্গন্ধ ছড়ানোর কারণে দু একদিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা তাই নিয়ে এখনও ধন্দে রয়েছে জগাছা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে মনে মনে করছেন আধিকারিকরা। পাশাপাশি হাওড়া সহ অন্যান্য থানাতে নিরুদ্দেশ হওয়া ব্যক্তিদের তালিকার বিষয়েও খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জগাছা থানা সূত্রে খবর। তবে এভাবে ওই এলাকাতে পুকুর থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। মৃতদেহ দেখার জন্য এলাকার অনেক বাসিন্দারা সকালে পুকুরের ধারে ভিড় করে।