অবতক খবর,৪ জানুয়ারি: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরে বাড়ির কাছেই খুন হয়েছিলেন জগদ্দলের পুরানী তলাব এলাকার বাসিন্দা যুবক আকাশ যাদব। সেই ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর একাধিকবার মৃতের বাড়িতে এবং পাড়ায় এসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও ওই খুনের ঘটনার পর থেকেই বেপাত্তা পাঁচ অভিযুক্ত সাগর দাস, পঙ্কজ দাস ওরফে সাহিল, গুড্ডু যাদব ও সুমিত যাদব। ব্যারাকপুর আদালতে শেষ হাজির দেওয়ার দিনক্ষণ ছিল ২১ ডিসেম্বর।

কিন্তু অভিযুক্তরা সেদিন আদালতে গরহাজির ছিলেন। মঙ্গলবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের টিম প্রথমে জগদ্দল থানায় আসেন। তারপর সেখান থেকে তারা অভিযুক্ত ওই পাঁচজনের বাড়িতে যান। কিন্তু কাউকেই বাড়িতে পায়নি সিবিআইয়ের টিম। তারা ওই পাঁচজনের বাড়ির দেওয়ালে নোটিশ সাটিয়ে দেন। নোটিশে উল্লেখ আগামী ২১ জানুয়ারি ওই পাঁচজনকে ব্যারাকপুর আদালতে হাজিরা দিতে হবে। যদিও গুড্ডুর বোন সুমনের দাবি, দাদা ঘটনায় সঙ্গে কোনওভাবেই জড়িত নেই। দাদাকে ফাঁসানো হয়েছে।