ছাল
তমাল সাহা

তুমি নিজে আটকে গেছো জালে
তুমি নিজের হাতেই পেতেছিলে জাল।
কুমির ঢুকে যায় এই জনপদে
তুমিই চালিয়ে কোদাল কেটে ছিলে খাল।

তাহলে এখন উপায়?
সবাই মিলে পাতো তবে অন্যরকম জাল।
যাদের পাচ্ছো ভয়, তারা বাঘ নয়
পরে আছে বাঘের ছাল!