চৌদ্দটি লাশের নামে শপথ
তমাল সাহা

এই সেই বসন্ত মাস
আজও কেঁদে যায়…
কাদের অস্ত্র রক্ত মেখেছিল
নন্দীগ্রামের ঘাসে পড়েছিল
চৌদ্দটি লাশ!

মানুষের রক্ত নিয়ে ক্ষমতার খেলা!
এইভাবে লাশে গড়ো সিংহাসন
তার উপরে করবে তুমি উপবেশন?

এভাবে মিথ্যাচার প্রতারণা চক্রান্ত
মানুষকে চাঁদমারির ষড়যন্ত্র!
মানুষের লাশকে পণ্য করে
তাকে এত অপমান
এ কোন ক্ষমতা দখলের অভিযান?
মূল্যবোধ থাকলে এসব হয়?
এত মানবতার পরাজয়!

তুমি দেখো শহীদদের মুখ আজও রক্তাক্ত, লজ্জায় অবনত।
মানুষকে এভাবে হত্যা,করো পদানত!
রাজনীতি এত নোংরা ঘৃণ্য হতে পারে
চৌদ্দটি লাশ নিয়ে পৈশাচিক উল্লাস করে?

ধ্বংস করো,ধ্বংস করো
অস্ত্র তুলে নাও হাতে।
শহীদ খুনের বদলা নাও
ভণ্ড নেতাদের নিধন করো নির্মম আঘাতে।