অবতক খবর,২০ আগস্টঃ শনিবার সকালে বনগাঁর চাঁদাবাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে চাষীরা। তাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি চাঁদাবাজারে বিভিন্ন ধরনের সবজি চুরি করছে। বিগত কয়েকদিন ধরে তাকে ধরার চেষ্টা করলেও চাষিরা ব্যর্থ হয়। আজ ওই চোরকে হাতেনাতে ধরে লংকা চুরি করার সময়। উত্তেজিত চাষী ও বাজার কমিটির লোকেরা চোরকে বনগাঁ বাগদা সড়কের ধারে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে । তারপর তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা, বনগাঁ থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে হাট মালিক সমীর বিশ্বাস বলেন “দীর্ঘদিন ধরে বাজারে চাষীদের বেশ কিছু সবজি চুরির ঘটনা ঘটছিল। ক্ষতিগ্রস্ত হচ্ছিল চাষিরা কে বা কারা তাদের সবজি চুরি করছে তা বুঝে উঠতে পারছিল না চাষিরা। এদিন হাতেনাতে লঙ্কা চুরি করার সময় এক ব্যক্তিকে ধরে ফেলে চাষিরা এবং বিদ্যুতের পোলে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়।”