অবতক খবর,৩১ মার্চ,বারাসত:দলে না থেকেও সিপিএমের পাশে মসজিদ ।আমার চিরকুটে চাকরি দেওয়ার ক্ষমতা ছিল না বললেন শাসনের প্রভাবশালী সিপিআইএম নেতা মসজিদ মাস্টার। সিপিএমের সময় চিরকুটে চাকরি নিয়ে যখন গোটা রাজ্য সরগরম সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন সিপিএমের আমলে প্রচুর চাকরি হয়েছে চিরকুটে। এক প্রকার নস্যাৎ করে দিয়ে তার পাশের পঞ্চায়েত শাসন এর মজিদ মাস্টার শুক্রবার বারাসাত আদালতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি সারা জীবনের একটি শিডুল টাইপ মেয়েকে চাকরি দেওয়ার জন্য তদবির করেছিলেন। সেটা হয়েছিল।

কিন্তু তাছাড়া আর যা যা তদবির করেছেন একটিও চাকরি হয়নি। শিডুল টাইপের একটি মেয়েকে সমাজএর সামনে এগিয়ে নিয়ে আসার জন্যই তিনি ওই তদবির করেছিলেন বলে দাবি করেন। মজিদ মাস্টার বলেন তিনি রাস্তার লোক চিরকুট ফিরকুট কিছু বোঝেন না। তাপস চ্যাটার্জি সম্পর্কে মজিদ মাস্টার বলেন উনিও উপরের লোক ওরা অনেক কিছু বলতে পারে আমি জানিনা ওদের ব্যাপারে।