অবতক খবর,৩১ অক্টোবর: রাজ্য সরকারের নির্দেশের পর রবিবার থেকে পুনরায় পথ চলা শুরু হলো লোকাল ট্রেনের। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকালেই অন্ডাল থেকে রামপুরহাট একটি লোকাল ট্রেন যাতায়াত শুরু করলো। এছাড়াও রয়েছে আরও ৪ জোড়া লোকাল ট্রেন যেগুলি অন্ডাল থেকে সাঁইথিয়া যাতায়াত করবে। এই লোকাল ট্রেন যাতায়াত করা শুরু করতেই খুশির হাওয়া সাধারণ যাত্রী থেকে হকারদের মধ্যে।

সাধারণ যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে। এখন লোকাল ট্রেন পুনরায় পরিষেবা চালু হওয়ায় আমাদের যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হচ্ছে।

একইভাবে হকাররা জানিয়েছেন, রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুমতি দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় আমরা আমাদের পেশা বদলাতে বাধ্য হয়েছিলাম। হকারি ছেড়ে আমরা সবজি বিক্রি এবং অন্যান্য কাজে নিযুক্ত হয়েছিলাম। এখন লোকাল ট্রেন পুনরায় চালু হতেই আমরা আবার আমাদের হকারি পেশায় ফিরে আসবো।

তবে এর পাশাপাশি হকাররা আশঙ্কা প্রকাশ করেছেন, কিভাবে করোনা গ্রাফ বাড়ছে তাতে ফের লোকাল ট্রেন বন্ধ হয়ে যাবে নাতো!v