অবতক খবর,মালদা,৩ জানুয়ারিঃ নতুন বছরের চালুর একদিনের মাথায় আক্রান্ত হলো বন্দে ভারত । আর তারপরেই যাত্রীদের মধ্যে বন্দে ভারত হাইপারসনিক সুপারফাস্ট ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বসে নেই রেল পুলিশ এবং মালদা জেলা পুলিশ ও প্রশাসন। যারাই বন্দে ভারতে পাথর ছুটেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে বলেও দাবি করেছে রেল পুলিশ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত সুপারফাস্ট ট্রেনের সি-১৩ নম্বর কোচে পাথর ছোড়া হয় বলে অভিযোগ । তাতে ওই কোচের একটি দরজার কাঁচে চির ধরে যায়। এই ঘটনার রেষ কাটতেই মঙ্গলবার সকালে পুনরায় হাওড়া – নিউ জলপাইগুড়ি গামী বন্দে ভারত মালদা টাউন স্টেশনে প্রবেশ করলো। সোমবার রাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় চাউর ওই ট্রেন যাত্রীদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। পুলিশ নজরদারি আরো জোরদার করা উচিত বলেও যাত্রীরা দাবী করেছে।