অবতক খবর,৩ জানুয়ারিঃ ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড গোয়ালা পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনার জেরে আতংক ছড়িয়ে পড়ে পাড়ায়। ঘটনা স্থলে ইসলামপুর ফায়ার ব্রিগেডে দুটি ইঞ্জিন এসে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির গৃহকর্তী বেবি যাদব জানান গবাদি পশুর খাওয়ার তৈরি করার জন্য উননে কাজ চলছিল সেই সময় কি করে ঘরের গাধায় আগুন লেগে যায় পরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে যার ফলে পাশে থাকা খড়ের গাদায় আগুন লেগে যায়। কাউন্সিলার প্রতিনিধি দীপক যাদব বলেন ঠিক বলা যাচ্ছে না কিভাবে আগুন লেগেছে।

তবে মনে হচ্ছে উনুনের ছাই উড়ে গিয়ে আগুন লাগতে পারে। তবে বেশ কিছু টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। গবাদি পশুর সেরকম কোন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেডের লিডার বশিরুল আলম জানান আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমানে মনে হচ্ছে এটি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।তবে আগুন এখন নিয়ন্ত্রণে।