নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : জলপাইগুড়ি :    চারবার জয়ীর পর মন্ত্রীত্বের দাবি উঠল রাজগঞ্জের প্রার্থী খগেশ্বর রায়ের। ভোট গননার ফল ঘোষনা হতেই তৃনমুল শিবিরে মন্ত্রিত্ব পদ নিয়ে শোরগোল বিধানসভা জুড়ে। ২০২১ এর বিধানসভার কুরুক্ষেত্রের ময়দানে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে পুনরায় তিনবারের জন্য নবান্নের চেয়ারে তৃণমূল শিবির। স্বাভাবিক ভাবেই রাজ্যের শহরতলী থেকে গ্রামীন এলাকায় সবুজ আবিরের খেলা অব্যাহত রাত থেকেই।

২০০৯ সালে বিধানসভায় মাত্র ৯ জন বিধায়কের মধ্যে অন্যতম ছিল খগেশ্বর রায়, কার্যত উত্তরবঙ্গের তৃনমুলের কান্ডারী বল্লেও ভুল হবে না৷ ধারাবাহিক ভাবে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ হতে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব সামলেছেন ৷ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমানে এবারেও ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ৷ তাই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত নেতৃত্বদের দাবী অবিলম্বে খগেশ্বর রায়কে মন্ত্রীত্ব পদ দেওয়া হোক।

ফলাফলের পর সোমবার বিধায়কের বাড়িতে দাঁড়িয়ে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কনভেনর মোকসেদ আলম জানান, ২০২১ এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানেও বজেপির মতো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে বিপুল ভোটে জয় লাভ করে চতূর্থ বারেও নজির গড়েছেন। তাই অবিলম্বে আমরা মন্ত্রিত্ব পদ চাই। ওদিন মোকসেদ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি রৌশন হাবিব, উপপ্রধান আতিয়ার রহমান, এবং আব্দুল রহিম প্রমুখ।