অবতক খবর,২৪ ফেব্রুয়ারি: রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিদিনই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। কেউ বা প্রতারিত হচ্ছেন ব্যাংকে, কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এই ধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানের জন্যই ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে, কমিশনারেট অঞ্চলের সমস্ত থানায় সাইবার বন্ধু প্রকল্পের সূচনা করছেন।

আজ ঘোলা থানায় সাইবার বন্ধু প্রকল্পের সূচনা করলেন ব্যারাকপুরের নগর পাল অলক রাজুরিয়া। এছাড়াও এদিন অনারম্বর এই অনুষ্ঠানে ছিলেন ডিসি সেন্ট্রাল……. ,এসিপি ব্যারাকপুর……… ঘোলা থানার আরক্ষক কৌশিক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

উদ্বোধন করব শেষে নগর পাল অলোক রাজুরিয়া বলেন, যেভাবে ফাইবার ক্রাইম এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সে কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনের অঞ্চলের সমস্ত থানাতেই সাইবার বন্ধু মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করার জন্যই এই উদ্যোগ।