অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগর দীপাবলি মৃৎ শিল্পালয় এবছরের ত্রিশটি দুর্গা প্রতিমা তৈরীর বরাত পান সেমতো কাজও শুরু করেছিলেন এই শিল্পালয় এর মৃৎশিল্পীরা। কার্যত আজ থেকে শুরু হবে বিভিন্ন মন্ডপে দুর্গা প্রতিমা ডেলিভারির কাজ ঠিক তার আগেই সকালে ঘুম ভাঙতেই চক্ষু চরক গাছ।

দুর্গা প্রতিমার কোন ক্ষতি না হলেও লক্ষী গণেশ সরস্বতী কার্তিক এই ধরনের ২২ টি প্রতিমার মুখ বিকৃতি করে দিল কে বা কারা। গতকাল রাত একটা পর্যন্ত শিল্পীরা তাদের শিল্পকলা দিয়ে সাজিয়ে তুলেছিলেন এই প্রতিমাগুলি আর আজ সকালে উঠে প্রতিমার মুখ বিকৃতি দেখে কার্যত কান্নায় ভেঙে পড়লেন মৃৎশিল্পালয়ের মালিক দীপ্তরেক ভর।

এক শিল্পী তিনি জানালেন কিভাবে এই ক্ষতি পূরণ হবে তা জানা নেই তাদের তবে এই ধরনের ঘটনার পেছনে কে বা কারা যুক্ত সেটা আঁচ করতে পারছেন না তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোলা থানার পুলিশ আধিকারিক সমস্ত বিষয়টি তদন্ত শুরু করেছেন ঘোলা থানার পুলিশ আধিকারিকেরা।