অবতক খবর :: মুর্শিদাবাদ ::     মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার ঘোরশালা মোড়ের কাছে গুলি করে খুন এক ব্যক্তিকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার ওমরপুর ঘোরশালাই এক প্লাস্টিক কারখানায়। মৃত ব্যক্তির নাম কেতন বৈজ্ঞানিক ডাকনাম ,রাজু।

গতকাল প্রতিদিনের মতো প্লাস্টিক কারখানায় অফিস রুমে ঘুমিয়েছিল কে বা কারা এসে তাকে গুলি করে খুন করে এবং ঘরের আলমারি থেকে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কি কারনে গুলি করে খুন তদন্তে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।