অবতক খবর,৫ ডিসেম্বর: দল বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্যকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। শোকজ সদস্যের অভিযোগ দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই তাকে দল থেকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অঞ্চল তৃণমূল সভাপতি আশরাফুল হক জানান, গত কয়েকদিন আগে চোপড়া ব্লকে এসে ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনার কথা তিনি বলে ছিলেন। এবং তার পাশাপাশি কংগ্রেসে চলে যাওয়ার কথা তিনি বলেছেন। এই কারনেই ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য হালিমুদ্দিন কে শোকজ করা হয়েছে।

অন্যদিকে শোকজ হালিমুদ্দিনের পাল্টা অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই তাকে দল থেকে শোকজ করা হয়েছে। তবে দল ছেরে কংগ্রেসে চলে যাওয়ার কথায় তিনি নিজে ভুল স্বীকার করেছেন। অন্যদিকে কংগ্রেস ব্লক সভাপতি ডঃ মসিরুদ্দিনের দাবি শুধু ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েত নয় চোপড়া ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দুর্নীতিতে ভরে গেছে। এরা কেউ ওই দলে থাকতে পারবে না। অনেকেই কংগ্রেসে আসার জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।