আমফানে বিধ্বস্ত জীবন। খেতির মানুষের জীবন লণ্ডভণ্ভ। আশ্রয় ভাঙচুর।

ঘরকন্না
তমাল সাহা

আমফানের যত গল্প
গৃহহীন জানে।
এতোল বেতোল ঝড়
সব বলেছিল, কি হবে
ওদের কানেকানে।

চাল নেই চুলো নেই
পড়ে আছে ভাঙা ঘর
বিদ্যেধরীর পারে।
এখনো জলের ঝাপট
আছড়ে পড়ে।

মানুষগুলি গেল কোথায়
ফেলে পুতুল সংসার ঘরকন্না?
সড়কের উপর বসে আছে
গালে হাত, চোখে একরাশ কান্না।