অবতক খবর,২৫ জানুয়ারি: আজ সন্ধ্যায় জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করল ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি প্রাক্তন সেক্রেটারি সন্তোষ সিংকে। তবে ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

তার গ্ৰেপ্তারীর পর জগদ্দল থানায় যান বিজেপির রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তবে তিনিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি।

সূত্রের খবর,২০১৮ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এও জানা গেছে যে,সেই মামলায় নাম জড়িয়েছিল বহু নেতার। এমনকি সেই সময় গ্ৰেপ্তার করা হয় সৃজন রায়কে(সাজা) । তবে তারা প্রত্যেকেই সেইসময় জামিন পেয়ে যান।

কিন্তু দু’বছর পর আবার কেন পুরনো মামলা নিয়ে গ্ৰেপ্তার করা হল সন্তোষ সিংকে এ নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি পুরনো ফাইল আবার খোলা হয়েছে? সেই মামলায় জড়িত সকলকে কি ফের জেরা করা হবে? এইসকল প্রশ্ন থেকেই যাচ্ছে।