অবতক খবর,১৬ নভেম্বর: গ্রাম বাংলার বহু প্রাচীন খেলা আজ বিলুপ্তির পথে। যুগের সাথে তাল মিলিয়ে কত নতুন খেলা আবিষ্কার হয়েছে। আমরা ভুলে যেতে বসেছি পুরনো দিনের সেই মজার মজার খেলা গুলো।

গ্রামবাংলায় এমন বহু খেলা আছে যা বুদ্ধির পাশাপাশি বলপ্রয়োগেরও একটা বড়ো ভূমিকা থেকে। এমনই এক প্রাচীন খেলা কাছি টানা, এই খেলাটি বুদ্ধির থেকে বলপ্রয়োগের গুরুত্ব সবচেয়ে বেশি। মাঝেমধ্যে গ্রামবাংলার পুরুষদের এই খেলা দেখতে পাওয়া যায়। কিন্তু এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলা অঞ্চলে নাকালি নবোদয় সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো মহিলাদের কাছিটানা প্রতিযোগিতা। এই আকর্ষণীয় খেলা দেখতে বাচ্চা থেকে বয়স্ক নারী পুরুষের ভিড় জমে নকালি গ্রামে।
এদিনের এই খেলার উদ্বোধনের পাশাপাশি প্রথম ম্যাচ টি পরিচালনা করেন ঢোলা গ্রাম পঞ্চায়েত প্রধান হোসেন আলী।