অবতক খবর,১৬ নভেম্বর: গত দুদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। এই ক্ষয়ক্ষতির ফলেই মাথায় হাত পড়েছে চাষীদের। কেউ সংসারের খরচা থেকে সেই টাকা লাগিয়ে চাষ করেছেন কেউবা লোন নিয়ে চাষ করেছিলেন। কিন্তু এই দুদিনের বৃষ্টিতেই সব যেন শেষ করে দিল। সারা বাংলা জুড়ে বৃষ্টি হয়েছে , সারা বাংলায় জুড়ে ক্ষতি হয়েছে চাষের , সেই ক্ষতি থেকে ব্যতিক্রম যায়নি হুগলি জেলার চন্ডীতলার চাষীরা।

কেউ বসেছিলেন এক বিঘা জমিতে চন্দ্রমুখি আলু তা নষ্ট হয়ে গেছে বৃষ্টির ফলে। কেউ আবার বসেছিলেন 25 কাঠা থেকে ত্রিশ কাটা জমিতে ফুলকপি বাঁধাকপি। শুধু আলু এবং ফুলকপি বাঁধাকপি নয় ক্ষতি হয়েছে সমস্ত চাষের ই। বেগুন শিম থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজকলি ধনেপাতা সবই ক্ষতি হয়েছে। চাষীদের এখন এইটুকু ভরসা। যদি সরকার তাদের কিছু সাহায্য করে না হলে তাদের ক্ষতি কমবে কিভাবে? তারা তাকিয়ে রয়েছেন সরকারের আকাশের দিকে বা সরকারি সাহায্যের দিকে। সরকারি গণসাহায্য পেলে তারা উপকৃত হবে বলে জানান চাষীরা।