অবতক খবর,৮ ডিসেম্বরঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার দেবগরের বাসিন্দা উৎপল বিশ্বাস নামে বনগাঁ পৌরসভার ঠিকাদারকে ২০/০২/২০১৬ তারিখ সকালে বনগাঁর দেবগড় এলাকায় ব্যবসায়িক কারণে গুলি চালানোর ঘটনা ঘটে। সে ঘটনায় ১-রণজিৎ বারুই ( কুটটি )

২-সুরেন রায়

৩- দীনেশ মন্ডল নামে তিন ব্যক্তির নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়।

উৎপল বিশ্বাসের পিঠে ও হতে গুলি লাগে। উৎপল বিশ্বাসের স্ত্রী মৌসুমী বিশ্বাস ঘটনার দিন বনগাঁ থানায় লিখিত অভিযোগ করে । ৩৪১/৩২৬/৩০৭/৫০৬/৩৪ আই পি সি ও ২৫a/২৭ আর্মস অ্যাকট এ কেস রুজু করে পুলিশ । ১-রণজিৎ বারুই ( কুটটি )

২-সুরেন রায়

৩- দীনেশ মন্ডলকে গ্রেপ্তার করে পরবর্তীতে জামিনে মুক্ত হয় তিন অভিযুক্ত । ২০১৯ সাল থেকে শুনানি শুরু হয় ০৬/১২/২০২২ তারিখে অভিযুক্তদের হেফাজতে নিয়ে দোষী সাব্যস্ত করে বনগাঁ এ ডি জে ২ আদালতের বিচারক পি সি কর্মকার ( পরেশ চন্দ্র কর্মকার ) । এবং আজ তিন অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক।

আদালতের এই রায়ের খুশি উৎপল।