অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- শতাব্দী প্রাচীন একটি বাড়ির উঠোন খোড়াখুড়ির কাজ চলার সময় সেখানে মাটির তলা থেকে একটি পিতলের ঘটি পাওয়া যায় ঐ ঘটিতেই মিলল গুপ্তধনের হাদিস । ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর হামিদপুর মন্ডলপাড়ার। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী থানা পুলিশ।উদ্ধার করা হয় গুপ্তধন ভর্তি এক পিতলের ঘটি,ওই ঘটি থেকে উদ্ধার হয় ৩৪টি বড় ও তিনটি ছোট প্রাচীন রুপোর মুদ্রা।

উদ্ধার হওয়া মুদ্রা গুলি ১৯০১ ও ১৯১৮ সালের পুরনো মুদ্রা। সাজিদুল সেখ,তার বাড়ি খনন করার সময়ে মুদ্রা সমেত পিতলের ঘটি উদ্ধার হয। এই প্রাচীন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ছিল সাজিদুলের,।সেই সময় রাজমিস্ত্রি ওই খনন কাজ করার উদ্ধার হয় প্রাচীন মুদ্রাগুলি।