অবতক খবর,১৩ ডিসেম্বর: প্রধানমন্ত্রীর কাশী বিশ্বনাথ ধাম উপলক্ষে গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরের পুজো দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ ব্যানার্জি। মন্দীরে পুজো শেষে মন্দিরের স্থায়ী মঞ্চে টিভি লাগিয়ে সেখানে প্রধানমন্ত্রী দার উদঘাটন দেখেন। এদিন প্রতাপ ব্যানার্জি সংঙ্গে ছিলেন তনুজা চক্রবর্তী, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব ও স্থানীয় নেতৃত্ব।