অবতক খবর ,কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের(৮১) মৃত্যু ঘটেছে গল্ফ গ্রিনের আবাসনে। তিনি দীর্ঘদিন ধরে গল্ফ গ্রিনের ফ্ল্যাটে থাকতেন ও হৃদরোগে ভুগছিলেন। তার কবে মৃত্যু হয়েছে তা কেউ জানে না। গতকাল ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোনোয় পাড়া প্রতিবেশীরা যাদবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিন তলার বন্ধ ফ্ল্যাট থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করে। বৃদ্ধের মৃত্যুকে ঘিরে এখনও রহস্য লুকিয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , আদতে দক্ষিণ ভারতের বাসিন্দা বালাসুব্রহ্মমণ্য শ্রীনিবাসন দীর্ঘদিন ধরে গল্ফ গ্রিনের এই ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী মারা যাওয়ার পর, গল্ফ গ্রিনের আবাসনে একাই থাকতেন। এমনকি তাঁর ছেলে-মেয়ে অন্যত্র থাকেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ। সম্প্রতি আর্থিক অনটনও চলছিল। কয়েকদিন আগে তাঁকে শেষবার দেখেন প্রতিবেশীরা।পুলিশ প্রাথমিকভাবে মনে করছে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু ঘটে থাকতে পারে।