অবতক খবর, নয়া দিল্লীঃ গত প্রায় ৭০ দিন ধরে শাহিনবাগে চলছে এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী আন্দোলন । এবার ওই আঁচ আছড়ে পড়লো জাফরাবাদে ।

জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরে শনিবার রাত থেকেই অসংখ্য মহিলারা একজোট হয়ে সিএএ বিরোধীতায় শামিল হতে দেখা গিয়েছে । বিক্ষোভকারিদের মূল দাবি, কেন্দ্র সরকারকে সিএএ রদ করতে হবে ।

বিক্ষোভকে লক্ষ্য করে জাফরাবাদ মেট্রো স্টেশনের যাত্রী যাতায়াতের গেটগুলোকে বন্ধ ক্রে দেওয়া হয়েছে। উত্তেজনা থাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

এদিকে সুপ্রীম কোর্ট নিযুক্ত দুই মধ্যস্থতা কারি সাধনা রামচন্দ্রন এবং সঞ্জয় হেগড়েদের কাছে  কিছু দাবি তুলে ধরেছে শাহিনবাগের আন্দোলন কারিরা । সিএএ-এনআরসি প্রত্যাহার করতে হবে,  অবরুদ্ধ রাস্তার একদিক খুলে দিলে প্রতিবাদীদের সম্পুর্ন নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে ,সুপ্রিম কোর্টকে শাহিনবাগের নিরাপত্তার নির্দেশ,  হামলা হলে দিল্লীর পুলিশ কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের পদত্যাগ করতে হবে , জামিয়া মিলিয়া ইসলামিয়া বা শাহিনবাগে ছেলেমেয়েদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে , স্মৃতি ইরানির মতো মন্ত্রি বা নেতা নেত্রীরা শাহিনবাগের নামে বিদ্বেষমূলক মন্তব্য করলে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে ।