রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::     দীর্ঘ প্রশাসনিক টানাপোড়েনের পর অবশেষে পুরীর জগন্নাথের রথ নামল পথে। আর সেই উপলক্ষে পালিত হলো উল্টোরথ যাত্রা। গরম জিলাপি এবং পাপড় সহযোগে পালিত হলো উল্টো রথ যাত্রা। করোনার আবহে কিছু মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও বেশিরভাগ মানুষ সবকিছু ভুলে পথে নেমেছিলেন।

হাওড়ার নেতাজী সুভাষ রোডে মিষ্টির দোকানে প্রচন্ড ভিড়। রাত অব্ধি মানুষের লম্বা লাইন চোখে পরলো দোকানের সামনে জিলাপি ও পাপড় ভাজা কেনার জন্য। করোনা যতই তার লাল চোখ দেখাক না কেনো খাদ্য রসিক বাঙালির উৎসব কিন্তু থেমে থাকবে না টা আজ আবার স্পষ্ট।