অবতক খবর: ভোটের আগে থেকেই তেঁতে ছিল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকায়। পঞ্চায়েত ভোটের আগেও বো*মা বিস্ফো*রণ হয় এখানে। মঙ্গলবার গণনার দিনও বো*মা বিস্ফো*রণ ঘটল এখানে। ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আহত কোনও রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী কি না, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, আহতের নাম গুরুপদ ভুঁইয়া, বয়স ৬৪।

ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরদান গ্রাম তীব্র বিস্ফো*রণে কেঁপে ওঠে। স্থানীয়রা দেখেন, একটি বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গ্রামের বাসিন্দা গুরুপদ। ওই বৃদ্ধের বাম হাতের কব্জি সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে।পরিবার লোকজন জানিয়েছেন, তাঁর সারা শরীরে বো*মার আঘাতের চিহ্ন রয়েছে। কপাল এবং মাথাতে চোট পেয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় গুরুপদকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

বৃদ্ধের পরিবারের কথায়, দুপুরে বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, আগে থেকেই বাঁশবাগানে বো*মা রাখা ছিল। বাঁশ কাটার সময় কোনও ভাবে ওই বো*মা ফেটে যায়। গ্রামের মধ্যে বো*মা বিস্ফো*রণের জেরে এলাকার মানুষ স্বাভাবিক ভাবে আতঙ্কিত।