অবতক খবর , শিলিগুড়ি, ১৯ অক্টোবরঃ     খোয়া গেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে স্বাক্ষর সংগ্রহের ফ্লেক্স। শিলিগুড়ি ক্রিকেট লাভারর্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে ১৭ অক্টোবর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে একটি ফ্লেক্স টাঙানো হয়। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে শহরের সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছিল। শহরবাসীর স্বাক্ষর সংগৃহীত এই ফ্লেক্স পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে এমনটাই কথা ছিল।

তবে তার আগেই ঘটল অঘটন। জানা গেছে, ১৮ অক্টোবর সন্ধ্যের পর থেকেই আর দেখা যায়নি ওই ফ্লেক্স। সংগঠনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে মনোজ ভার্মা জানান, প্রায় ১০,০০০ এর বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছিল ওই ফ্লেক্সে। এই ঘটনায় তারা সকলেই মর্মাহত। গোটা ঘটনায় আজ তারা শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করবেন এবং আগামীকাল তারা হাসমিচকে মৌন অবস্থান বিক্ষোভ করবেন।

তবে সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা থেমে থাকবেন না, আবারও তারা শহরে নতুন করে ফ্লেক্স লাগাবেন। শহরবাসীর কাছে তাদের অনুরোধ আবারও যেন ওই নতুন ফ্লেক্সে স্বাক্ষর করে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দাবিকে তারা আরও দৃঢ় করে।