অবতক খবর , শিলিগুড়ি :     করোনা পরিস্থিতিতে বাংলায় দুর্গোৎসব নিয়ে একটা উদ্বেগ ছিলই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সোমবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বাংলায় সব পুজো মণ্ডপ দর্শকশূণ্য রাখতে হবে। ছোট মণ্ডপ হলে তার ৫ মিটারের মধ্যে এবং বড় মণ্ডপ হলে তার ১০ মিটারের মধ্যে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

হাইকোর্টের বিচারপতিরা এও স্পষ্ট করে দিয়েছেন, মণ্ডপের শেষ প্রান্ত থেকে ফিতে মেপে ওই বলয় তৈরি করতে হবে। কোনও বড় মণ্ডপের বাইরে কোনও গেট তৈরি হলে সেটাকেই মণ্ডপের শেষ প্রান্ত বলে বিবেচনা করতে হবে। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ সব পুজো মণ্ডপকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করতে হবে। পুজোর এরিয়া ব্যারিকেড করতে হবে। ‘নো এন্ট্রি’ বোর্ড লাগাতে হবে নির্দেশ হাইকোর্টের। এছাড়াও বাড়াতে হবে সচেতনতা প্রচার। রাজ্যের সব পুজোর জন্য এই রায় প্রযোজ্য। রাজ্যে কোনও জায়গাতেই মন্ডপে লোক ঢুকতে পারবেন না।