অবতক খবর,২১ জানুয়ারিঃ ব্যবসায়ীকে মারধর ও দোকান থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রী ও তার মেয়ের বিরুদ্ধে,ঘটনায় চাঞ্চল্য খরদহ এলাকায়।

পানিহাটির বাসিন্দা ব্যবসায়ী মানিক বোস ও তার ছেলে প্রশ্নাতীত বোস খড়দহ বি টি রোড এর ওপর এটি মুরগির দোকান চালায়,অভিযোগ খড়দহ এলাকার তৃণমূল নেত্রী রাখি দত্তপাল ও তার মেয়ে অলিভিয়া পাল ব্যবসায়ী বাবা ও ছেলেকে দোকান থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।তৃণমূল নেত্রী প্রথমে ব্যবসায়ীর কাছ থেকে মাসিক তিন হাজার টাকা করে নিতো। সেই তিন হাজার টাকার জায়গায় ছয় হাজার টাকা দিতে হবে বলে ব্যবসায়ীকে বলেন ঐ তৃণমূল নেত্রী।ব্যবসায়ী রাজি না হওয়ায় প্রথমে হুমকি তারপর দোকানে সামনে গিয়ে মারধোর করারও অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী ও তার মেয়ের বিরুদ্ধে। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী বাবা ও ছেলে।খড়দহ পৌরসভা থেকে শুরু করে খড়দহ থানা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোন সূরাহা হয়নি বলে অভিযোগ।তৃণমূল নেত্রীর মেয়ের সেই হুমকির ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেত্রী।তিনি বলেন দোকানটি তার থেকে ভাড়া নিয়েছে ওই ব্যবসায়ী।এখন তাকে উঠে যেতে বলায় সেই ব্যবসায়ী কোনভাবে উঠছে না।তাদেরকে আমরা কোন হুমকি বা মারধর করিনি।গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি।