সাহসী মানুষ

সাহসী মানুষ কাকে বলে?

যার গায়ে জোর আছে
যার গায়ে স্থূল মাংসের ঢিবি, পেশী বহুল
সে কি সাহসী মানুষ?

যে মানুষ বলবান
শারীরিক কসরতের প্রদর্শনী দেখায় মঞ্চে
অথচ ময়দানে অন্যায়ের প্রতিবাদ করে না
সে কি সাহসী মানুষ?

যে লোকটি লেকচার মারে
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না
সে তো শুধু লেকচারার
সে কি সাহসী মানুষ?

যে মানুষটি অধ্যয়ন করে এবং কি করে অধ্যয়ন করতে হয় তা শেখায়
শাসকের নিগ্রহকে নীরবে তুড়ি মেরে উড়িয়ে দেয়
সে কি সাহসী মানুষ?

যে মানুষটি অধ্যাপনা করে প্রচুর মুদ্রা অর্জন করতে পারলেও
বিদ্যালয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে দাঁড়িয়ে সরবে প্রতিবাদ করে
সে কি সাহসী মানুষ?

যে মানুষটি শিক্ষার বড়াই না করে
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
রাষ্ট্রের মুখোমুখি চোখের উপর চোখ রেখে মাথা উঁচু করে থাকে
এগারোটি বছর সে হারায় না
এগারোটি বছর তার কাছে হেরে যায়
সে কি সাহসী মানুষ?