অবতক খবর,১৬ অক্টোবরঃ আজ জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন ২০১৪ সালে যখন কংগ্রেস সরে যায় তখন ক্ষুধা তালিকায় ৫৫ নম্বরে ছিল। আর আজ ২০২২ এ বুভুক্ষ দেশের মধ্যে ভারত বর্ষ ১০৭ নম্বরে স্থান পেয়েছে।

অধীর চৌধুরী বলেন ২০২১এ ভারতের স্থান ছিল ১০১ তম এবার আরো পিছিয়ে গিয়ে ১২১ টি দেশের মধ্যে ভারত ১০৭ নম্বরে দাঁড়িয়েছে। যা অবস্থা আগামী বছর হয়তো আমরা আরো পিছিয়ে পড়বো যেখানে একেবারে প্রথম সারিতে চীন আর ভারতের অবস্থা এমন যে নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা এবং পাকিস্তানের পরে ক্ষুধা সূচকে ভারতের স্থান।আজ সাংবাদিক বৈঠকে ক্ষুধার সূচকে ভারতের স্থান সম্বন্ধে বললেন অধীর রঞ্জন চৌধুরী।