অবতক খবর :: নদীয়া ::    আজ বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের ক্লাস্টার গঠনে স্বজনপোষণের দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন বেশ কিছু সেল্ফ হেল্প গ্রুপ। তাদের বক্তব্য অনুযায়ী বিগত দু’বছর আগে ভেঙে দেওয়া হয়েছিলো একটি কমিটি, তারপর থেকে ভোটাধিকার প্রয়োগের কোনো ব্যবস্থা করা হয়নি, আজ সম্পূর্ণ গোপন ভাবে ভিডিও এবং সিএসপি পক্ষপাতিত্ব করে তাদের ঘনিষ্ঠদের প্যানেল তৈরি করেছেন।

অন্যদিকে ভিডিও সুমন দেবনাথ জানান নির্বাচনের জন্য প্রত্যেক সেল্ফ হেল্প গ্রুপ এর কাছে একটি করে নোটিশ গিয়েছিল আজ থেকে ছয় মাস আগেই , তার ভিত্তিতে প্রায় প্রত্যেক জায়গায় একটি করে নমিনেশন জমা পড়ায় কোন জায়গায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। যারা আজকে বিক্ষোভ করলেন সেই সেল্ফ হেল্প গ্রুপ কো অপারেটিভ সদস্যা না হলে তার ভোটাধিকার থাকে না।

বিগত দিনে আর্থিক দুর্নীতির অভিযোগে যাদের বাদ দেওয়া হয়েছিলো আজ তারাই এসে বিক্ষোভ করেছে। ভিডিও সাফ কথা কো অপারেটিভ গঠনতন্ত্র মেনেই ৭ জন সদস্যা, সভাপতি সম্পাদিকা এবং কোষাধ্যক্ষা নির্বাচিত করেছেন সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে।