অবতক খবর,১৮ অক্টোবর: একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ বহরমপুরে ক্যান্সার রোগে যারা আক্রান্ত এবং কেমোথেরাপি নেয়ার পর যাদের মাথার চুল পড়ে যায় এবং তারা মনে প্রাণে দুর্বল হয়ে পড়ে, তাদের কথা চিন্তা করেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মাথার চুল দান করা হলো ডোনেশন ক্যাম্পে। তারা জানালেন, প্রায় 8 জন মত স্বেচ্ছায় মাথার চুল দান করেছেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য। কারণ এর আগেও ছোট্ট একটি মেয়ে তার মাথার চুল দান করেছিল। সেই থেকে অনুপ্রেরণা নিয়ে আজ এই স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার রোগীদের মনোবল বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে।