নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : পূর্ব মেদিনীপুর :      যশ এর প্রভাবে হওয়া জলোচ্ছাস বিপর্যস্ত করে দিয়েছে জনজীবন। ভেসে গিয়েছে বাড়ি, দ্বীপ। নেই অন্নসংস্থান এর ব্যাবস্থাও। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ‍্যোগে আজ সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে ত্রান সামগ্রী পৌছায়।

সম্প্রতি ইয়াস ঘুর্ণঝড় এর প্রভাবে হওয়া বিধ্বংসী জলোচ্ছ্বাস তছনছ করে দেয় হলদি নদী বেষ্টিত ঘোড়ামারা দ্বীপের জনজীবন। কোলাঘাট সংকেতের পক্ষ হতে আজ সেই দ্বীপভূমির বিপদগ্রস্তদের প্রায় তিনশোটি পরিবারের হাতে তুলেদেওয়া হয় খাদ‍্য সামগ্রী। ছিল পাউরুটি, কলা, ডিম, বিস্কুট, চিঁড়ে, মিষ্টান্ন ইত্যাদি খাদ‍্য সামগ্রী।

সংস্থার পক্ষে ডাঃ শ‍্যামল আদক বলেন, -” আমারা সারা বছরই অসহায় মানুষদের জন‍্য সীমিত সাধ‍্যে কাজ করে চলেছি। গত আমফানের পরও প্রায় দেড়মাস ধরে আমরা সাগরদ্বীপ সহ সুন্দরবনের কয়েকটি দ্বীপে বিপদগ্রস্থদের পাশে থাকার চেষ্টা করেছি। এবারও তাই যশ এর পরে অসহায় মানুষদের সাহায্য করতে এসেছি l